এক দেশে এক এল রাজা
পাঁচ ওয়াক্ত তার নামায কাযা
নামের মুসলমান,
তিনি বড় করা শাসক
কথাতেও মস্ত ভাষক
কখনো করেনা মেহেরবান।
তাহার কিছু সাঙ্গোপাঙ্গ
করে তারা নিয়ম ভঙ্গ
তবুও তাদের প্রতি খুশি
অন্যের বেলায় একটু হলে
তেলেবেগুনে ওঠেন জ্বলে
ব্যাটা মস্ত বড় দোষী।
চটকা রাজার মটকা গরম
দিলখানা তার নয়রে নরম
হঠাৎ উঠেন রেগে
আগে পিছে ভাবেন না তিনি
কেবা দাতা কেবা ঋণি
আদেশ ঝড়ের বেগে।
দেশ সেবার স্বপ্ন বোনেন
কান কথাটা বেজায় শোনেন
এটাই রাজার গুন
দেশ জনতার কাছে যেতে
জনগণের মনটা পেতে
ছিটান অন্যের ভাগের নুন।
কানকথার ঐ উজির-নাজির
সব সময় তার সামনে হাজির
ওরা তো চোকল-খোরের দল,
একদা রাজা উঠবে হেসে
জলে যখন যাবে ভেসে
বুঝবে সেদিন কান কথাটার ফল।