আড়াই ইঞ্চি এক নৌকার মাঝে
আছে এক সুরঙ্গ
সময়সময় সেই সুরঙ্গে
উঠে জল তরঙ্গ,
সাধকের হয় সাধনা ভঙ্গ
জল তরঙ্গের সুরে.....
কাটতে সাঁতার জল তরঙ্গে
কত জনে ঘুরে।।


যেই চেয়েছে ঐ নৌকাতে
বাঁধতে সুখের বাস
জল তরঙ্গের ঘূর্ণিপাকে...
তার, সারে- সর্বনাশ,
তবু নৌকার লোভে ঘুরে সবাই
কেউ, থাকতে চায়না দুরে...
কাটতে সাঁতার জল তরঙ্গে
কত জনে ঘুরে।।


যে ঐ নৌকায় পাল তুলিয়ে
সুখ দরিয়ায় ভাসে
দুদিন বাদে চোখ মুজিযা....
সে, অন্ধকারে হাসে,
সুখ হয়ে যায় নিমের তিতা
যেন, জীবনটা যায় উড়ে....
কাটতে সাঁতার জল তরঙ্গে
কত জনে ঘুরে।।


ঐ নৌকা নিয়ে কত জনে
আরো......কত কথা বলে
নৌকার মাঝির সেই কথাতে...
কান দিলে কি চলে,
ভেবে মিজান বলে শক্ত করে ধরো
এক হাতে,  নৌকার হাল
আরেক হাতে রশি টেনে
উড়াও নৌকার পাল,
মনের সুখে গান গেয়ে যাও
জল তরঙ্গের সুরে...
কাটতে সাঁতার জল তরঙ্গে
কত জন-ই ঘুরে।।।


২৬/১১/২০১৮ খ্রিঃ।