করোনাকালের শেষে- যদি বেঁচে থাকি
শোনো ওগো মোর- হৃদয় মনের  পাখি
তোকে নিয়ে যাবো অজানা দেশে ঘুরতে
যাবো-ই নিয়ে; নাগরদোলায় উড়তে।
পল্লী গা'য়ে মেঠোপথ ধরে হেঁটে হেঁটে
কিংবা নগরীর রাজপথ- মহাকাশে
নিশানা হীন ছুটে চলা তোমার সাথে
মাখাবো রং দুজনে মিলে জল- বাতাসে।
পরাবো হাতে নানা রঙে কাঁচের চুড়ি
নাকে নলক গায়ে ময়ূরপঙ্খি শাড়ি
চাও যদি এনে দিবো সাগর তলের
শঙ্খরাজ এর রাজ্যে থেকে শঙ্খমালা
মনের সাঁজে সাজাব তোমায় আমার
জীবন পথে সহধর্মিণী  বিন্দুবালা।


"চতুষ্পদী কবিতা" লেখার চেষ্টা করলাম।
ইং ১১/০৮/২০২০ খ্রিঃ।