কেমনে হবো কবি
নেই যে জ্ঞানের রবি,
মন ময়ূরে সাজাই তবু
          কবি হবার ছবি।
নেই যে লেখায় -ভাব
গোঁজামিল আর খাব
যতই আমি ভাল লেখি
          হয়ে যায় তা রাফ।
লাইনে লাইনে দ্বন্দ্ব
মিলে না তো ছন্দ,
তবুও আমি শব্দ সাজাই
           বুঝি না ভালমন্দ।
মন ভেঙ্গেছে বাঁধ
কবি হবার সাধ,
আবোল তাবোল লিখছি তো তাই
          জেগে নিশি রাত।


০৩/০৯/২০১৮ খ্রিঃ।