বর্ষা কালের আকাশে মেঘেদের দলে
সাদা কালো ছোট বড় কত মেঘ চলে।
মেঘের বাপ মেঘের মা মেঘের কচি ছানা
মেঘের নানা মেঘের নানী তারাও মেলে ডানা।
আকাশেতে ভেসে ভেসে করে হাসাহাসি
মেঘেদের মাঝেও বেশ ভালবাসাবাসি।
শূন্যে তাদের ঘরবাড়ি কি অপরূপ সৃষ্টি
একটু এদিক ওদিক হলে ঝরায় তারা বৃষ্টি।
বুড়ো ধামরা খলমেঘ রেগে যখন ফোলে
ধুম ধারাম ডাক হাকিয়ে ঝর সে তোলে।
মেঘেরা যখন দলবেঁধে, কেউ থাকেনা একা
অন্ধকার তখন ঘনিয়ে আসে আকাশ যায় না দেখা।
লেখার তারিখ- ১৪/০৭/২০২৩ খ্রি:
সময়- সকাল ১০.৩০ ঘটিকা।
স্থান- পঞ্চগড়।