কানা কড়ি পাই
ধন সম্পদ নাই
তার সম্পদের অভাব ,
গোলা ভরা ধান
নেই তাহার মান
যার অভাবের স্বভাব।
রূপ যাহাদের কম
আশায় যে হর দম
রূপের অভাবী তারা,
রূপবতী-রূপের গুনে
কত জনে কালি-চুনে
রূপ স্বভাবী যারা।
স্ত্রী আছে তিন
সাথে প্রতিদিন
স্ত্রীর তবুও অভাব,
বিয়ে করতে  চায়
কনে কোথায় পায়
বিয়ে করা তার স্বভাব।
পকেট ভরা টাকা
মনটা তবু  ফাকা
আরো টাকার অভাব,
মনে স্বপ্ন উড়ি
পুকুর করে চুরি
খাই-খাই তার স্বভাব।
'অভাবে স্বভাব  নষ্ট'
কথাটা মানতে কষ্ট
ভেবে দেখবার দাবী ,
সকল নষ্টের মুলে
মানব জাতি কুলে
স্বভাবে যারা অভাবী।