অন্যের পাপ মাপি
আমরাও তো পাপি
পাপ ছাড়া কে আছে পুরুষ-নারী,
আদম থেকে শুরু
পাপ চলছে পুরু
পাপকে ধরিতে পাপিদের কাড়াকাড়ি।


বিবেককে নিয়ে কেরে
নিদানের কথা ছেরে
যত ধ্যানি গুনি ঋষি যোগী,
ছলে বলে কৌশলে
সাধুবাদী কথা বলে
ত্যাগী আত্বায়- দেহ তাদের ভোগী।


'নাগরি' জানে জাদু
আঁখিতে কিযে মধু
তার মিষ্টি আঁখির একটি ইশারায়,
দেহ খানি কাপে
তারি গায়ে ঝাপে
যুগ জনমের তপস্যা উরিয়া যায়।


প্রয়োজনের ক্ষড়া তাপ
কতইনা করি পাপ
মিটবে নাহি কভু তব তেষ্টা,
পুলিশের পোষাক পরি
সেবকের রুপ ধরি
পাপ ঢাকিতে করি কত যে চেষ্টা।


কাদা মাটির মানুষ
যতই উড়াক ফানুশ
সবই যে জানে মোর অন্তর্যামী,
তবু কেন হায়
লম্বা লম্বা পায়
হতে চাই মোরা বিপত গামী।


রাত্রী- ১০.১৫ মিঃ,
১১/০১/২০১৮ খ্রিঃ।