সকলের মুখে একটাই ধ্বনি
আসছে তেড়ে ওই যে ফণী
এই ফনি কি ঘূর্ণিঝড়
নাকি এটা বড্ড শনি।
শনি-ই নামটা ফণী হয়ে
সবাই কেমন কাতর ভয়ে
দেড় শ কিলো হাওয়াতে গতি
সান্তা মতন কেমনে রয়ে।
শনির দশা কাটাতে  তাই
তুমি আমি  সকলে চাই
প্রস্তুত থাকি আমরা সবাই
অসহায় দের দিতে ঠাঁই।
দেশ জনতার সাহায্য দরকার
প্রস্তুত আছে তাইতো সরকার
মনিটরিং করছে প্রধানমন্ত্রী
খবরটা নিজে নিচ্ছে বারবার।
আমরা কেন থাকব পিছে
ধন দৌলত তো সবই মিছে
অসহায়দের পাশে দাঁড়াতে
আল্লাহ মোদের অনেক দিছে।
পরিশেষে মালিক সাই
জোড়হাত করে পানা চাই
ফণী নামের শনি  হতে
আমরা যেন রক্ষা পাই।


(কবিতাটি ফণির আগমন কালে লেখা)