কৃষক শ্রমিক কামার কুমার
দারোয়ান পিয়ন সচিব সাহেব,
নিত্যদিনের কাজটি সেরে
রাতের বেলায় গৃহে  গায়েব।
বাঘ সিংহ বনের হরিণ
কাক কোকিল ময়না টিয়ে,
দিনের শেষে রাত্রি বেলায়
তারাও ঘুমোয় বনে গিয়ে।
দিনের বেলায় কাজের নিয়ম
তাই, রাত্রে অবসর জুটে
দিনে ঘুমায় জোনাকি রা
রাত্রি বেলায় বেজায় ছুটে।
রাস্তাঘাটে কিংবা বাজার মাঠে
সকাল বিকাল রাত্রি ভোরে,
হেঁটে কিংবা বাইক, ভ্যানে,
দিবানিশি দেখি পুলিশ ঘোরে।
দিনের শেষে রাত্রি এলে
ঘুমাই আমি যখন,
একটা কথা ভাবি শুধু
পুলিশ ঘুমায় কখন?


রচনাকাল ঃ- ২১/০৬/২০১৯ ইং।
সমযঃ- বিকেল ০৩.৩০ মিঃ।
স্হানঃ- কুড়িগ্রাম সদর থানা।