মন মরুতে জন্মেছিল সেদিন
প্রেমী তরু লতা,
ব্যাকুল হয়ে  কহিতে কতই
হৃদয় মনের কথা।


দুজনার হাত দুজন ধরিয়া
রেল লাইনে উঠি,
হাঁটিতে হাঁটিতে ফিরতাম বাড়ী
স্কুল হলেই ছুটি।


সেদিন দুজনাতে দুজন মোরা
ছিল প্রেমের দোলা,
চোখের দেখা প্রানের ছোঁয়া
যায়কি তাহা ভোলা।


আমায় নিয়ে তোমার ছিল
কত স্বপ্ন আঁকা,
সেই স্বপ্নগুলি হাড়িয়ে মোদের
রাস্তা কেন বাঁকা?


অতীতস্মৃতি হৃদয় মনে সর্বক্ষণে
তাইতো একটু ব্যক্ত,
ভুবনে তোমারি থাকবো আমি
হইয়া প্রেমে আসক্ত।


একবার যদি ফিরে আসো
হৃদ মাজারে মোর,
মনের ময়ূর নাচিবে সেদিন
কাটবে অন্ধকার ঘোর।


আয়রে ফিরে আয়রে সখা
একবার ফিরে আয়,
সুখের দুঃখের কথা কবো
প্রান জুড়াবে তায়।।


২২/০৩/২০১৮ খিঃ।