চোট মারিছে কাও না কাও
বুকের ভিতরা হইছে ঘাও
ডাক্তার দেকের বেরানুঙ মুই
নৌকাতে চরিয়া...
মধ্য নদীত উটিল ঢেউ
বাচেবার মোক নাইরে কেউ
নিজের বাঁচা নিজে বাঁচিম মুই
কেমন করিয়া.....।
নৌকা খানের খুলনুঙ পাল
শক্ত করি ধরনুঙ হাল
উছলে উছলে পানি উঠে যে
নৌকা গেইল ভরিয়া......
টালমাটাল যে জীবন খানি
তাও ছেঁকিলাম নৌকার পানি
ঝর বাতাসে নৌকা আসলো
কিনারায় ভিড়িয়া......।

০১/০৭/২০২৫ খ্রি: