ভালো লাগতেই পারে
ভালোলাগা নয় তো অপরাধ,
মন দুলতেই পারে;
চাওয়াতে কেন এত অপবাদ?
প্রেমের অপবাদ জাতিভেদের প্রতিবাদ
হয়ে উঠেছিল জোরালো,
অপবাদ প্রতিবাদ তোয়াক্কা নাহি
প্রেম মজবুত ভিত্তি গড়ালো।
সেদিন কোন ক্ষণে বলেছিল
আমার ব্যাচমেট এনায়েত,
ওরে আর আগাসনে থেমে যা
পাহাড়ি-বাঙালি তে আছে যে ভেদাভেদ।
ভালো লাগা কাছে চাওয়া কি অপরাধ
তাহলে স্বীকার করছি আমি অপরাধী,
সাজা দিলে নেইকো বারণ
শুধুই সয়ে যাব নিরবধি।
চোখে চোখ রেখে সেইতো মন দিয়েছিলো
তবু্ও কারণে-অকারণে ছিল বারণ,
ধর্ম তে দুজন দুই মেরুতে
এটাও ছিল কিছুটা কারণ।
আমার আজও মনে পড়ে
সাক্ষী ছিল প্রকৃতির গাছপালা,
পাহাড়তলীর সবুজ  বনে ছিল
দুজনার গড়া প্রেমের পাঠশালা।
তোমার আমার আগমনে সেদিন
শান্ত ছিল ধর্ম পুকুরের জল,
শান্ত ছিল বনের পশুপাখিরাও
ছিল না  ভালোবাসাতেও ছলাছল।
দুজনে মোরা গেয়েছি প্রেমের জয়গান
ছিল কত দুজনাতে কোলাহল
আজ আসমান জমিন দুদিকে দুজন
ভাগ্যে বিয়োগ প্রেমের ফলাফল।