আর কতকাল বীর বাঙ্গালী
মুখ লুকিয়ে শক্তি আড়াল?
বিশ্ব যে আজ জয় করেছে
মাদক সৈন্যে শক্তি চাঁড়াল।
করাল গ্রাসে মারছে চাবুক
যুবকদের আজ দিচ্ছে  ফাঁসি,
মাদক হাটের কসাই খানায়
আমরা কি নই সর্বনাশী?
ওরা কারা? মাদক বেচিয়ে
করছে যে আজ সমাজ ধ্বংস,
বুঝেছে তবু রুখছে না কেউ
ওরা কি তাই রাঘব বংশ?
গুমরে কাঁদবে জানবে যেদিন
সন্তান তোমার মাদকাসক্ত,
গোটা পরিবার নাহি করিবার
যন্ত্রণায় তব জীবন তক্ত।
অশান্তি ঘিরবে সংসার মাঝে
নেমে আসিবে ঘোর অন্ধকার,
সেই অন্ধকারে তুমি নও একা
জাতি যে আজ পুড়ে  ছারখার।
উপযুক্ত সময় এসেছে আজি
মাদকের বিরুদ্ধে রুখে দাড়ার,
প্রলয়-ডম্বরু-ধ্বনির মত
তুলরে তব বাঙ্গালী  হুঙ্কার।
জাগো আজ ছাত্র-শিক্ষক পেশাজীবী
যুব সমাজও হও যুক্ত,,
রুখেদাও মাদকের অবাধ বিচরণ
দেশ করিতে মাদক মুক্ত।
বুদ্ধিজীবী আর সচেতন নারী সমাজ
চুপ করে থেকো না আর,
এগিয়ে এসো নবীন তোমরাও
রুখে দাও মাদক কারবার।
বাঙ্গালী আমরা কি বীর?
হ্যা,  আছে তার ইতিহাস,
মাদক নির্মূলে জাগি না আর একবার
গড়ে তুলি শান্তিময়ী বাস।


ইং ১৬/০৪/২০১৮ খ্রিঃ।