হৈ হুল্লো  এলোরে এলো
রমজান মাস এলো,
সস্তা বাজার  নাস্তানাবুদ
দাম যে বেড়ে গেলো।
রোজা রবে  ব্যস্ত সবে
খাবার মেনু নিয়ে,
বস্তা বোঝাই কিনছে সবাই
রোজা নাকি বিয়ে।
খাদক বলে  কথার ছলে
রোজায় বেশি খাও,
হাদিসে পাই  হিসাব নাই
যাওরে  বাজার যাও।


এই চর্চা টা নয়তো ভাল
শোন রমজানের তাৎপর্য,
সংযমী হওয়া কম করে খাওয়া
এটাই রোজার অর্থ।
রমজান মাস ইবাদতের মৌসুম
নামাজ রোজা করবো,
একটি করলে সত্তর নেকি
কোরআন শরিফ ও পড়বো।
ইমানের সাথে পূর্ণের আশায়
যে রমজানের রোজা রাখে,
পূর্ববর্তী গুনাহসমুহ আল্লাহ
মাফ করে দেন তাকে।


রোজাদারের মুখের গন্ধ
আল্লাহর কাছে সুগন্ধি,
তাইতো মোরা রাখবো রোজা
দশ ইন্দ্রীয় করবো বন্দি।
পঞ্চ রিপু'র এবার ছুটি
যেন আর না আসে ফিরে,
রমজান মাসে শিক্ষা নিবো
যেন চলে বছর ঘিরে।।


১৭/০৫/২০১৮ খ্রীঃ