ধরণীর বুকে তরনি কান্ত
বেধেছিল আশার বাসা,
টাকার সুনামি উড়াল তা
অথৈ দরিয়ায় ভাসা।
দরিয়ায় ভাসিয়া তরনি কান্ত
তবু ও তো ঢেউ গুনে,
টাকা কড়ি নাই বেকার তরনি
কে তার কথা শুনে।
দরিয়ায় ডুবিয়া তরনি কান্ত
পেল মুক্তা মানিক,
সেই লোভ-তে রূপসী অলকা
জুটিয়া আসিল খানিক।
তরনি ভাবে দূর সময়ে
কেউ ছিল না সাথী,
এখন আমার আলোর পথে
কত হতে চায় রঙ্গিণী বাতি।


২০/০৮/২০১৮ খ্রীস্ট।