পথের ধুলো নিত্য কেঁদে যায়,
বর্বরতার স্বীকার সে।
হয় না ম্লান তথাপিয় কারো হৃদয়,
শুধুই পথচারনায় দিচ্ছে ব্যথা;
মলিন হয়ে চেয়ে থাকে তবুও সে
পথিকের পানে।
ঘাতক ট্রাক নির্মম ভাবে পিষে পিষ্ট করে তারে পাঁজর ভেঙ্গে ছিন্নভিন্ন করে দেয়,
হাহাকার আর্তনাদ
সন্ধি করে তবু সে সেই ঘাতকের সাথে।
বারবার আসিও ফিরে,
তোমার চাকায় পিষ্ট করে
উড়িয়ে দিয়ে যেও মোরে।