ঐ যে দেখো বৃদ্ধ ভিক্ষু হেঁটে যাচ্ছে দূরে
ঘাড়ে তাহার ভিখার ঝুলি চলছে কাঠফাটা রোদ্দুরে।
পেটের ক্ষুধার তাড়নায় সে যাচ্ছে বাড়ি বাড়ি
ঘরে রয়েছে বৃদ্ধ পত্নী পঙ্গু সে এক নারী।
যাওনা ও ভাই ওই বৃদ্ধের কাছে যাওনা একবার যাও
দৃষ্টি ভরে বৃদ্ধের পানে একবার তুমি চাও।
ভাজপাড়া ওই মুখ খানিতে ক্লান্তির কত ছাপ  
ক্ষণে ক্ষণে তার কাঁপছে দেহ উঠছে বুকে হাঁপ।
হোটেলে নিয়ে গিয়ে তারে দাওনা কিছু খেতে
কিছু খাবার কিনি দিয়ে তারে বলোনা বাড়ি যেতে।
এবার দেখো যেই মুখে তার ছিল ক্লান্তি রাশি রাশি
সে মুখ ভরে উঠছে ফুটে মিষ্টি মধুর হাসি।
পরান ভরে দেখ এবার বৃদ্ধ চাচার হাসিমাখা মুখ
এবার বল পায়েছো কি না সেবার  মহাসুখ!