স্মৃতির মাঝে থাকবে চিরকাল
হৃদয় ভাঙা সেই দিন,
যেদিন বিনা মেঘের শুষ্ক-বজ্র
করেছিল জীবন অন্তহীন।
সেইদিন স্রষ্টার তরে-
আকুতি মিনতি হৃদয় ভরে,
কত ফরিয়াদে মগ্ন মন-
আর্তনাদের মহা- হাহাকার
বাঁচাও তারে বাঁচাও তারে
চিৎকার করি কাঁদিয়া উঠিয়া
ডাকিয়াছি বারবার।


খলখলখল অট্ট হাসি
ঐ দিবসে হয়ে গেছে বসি,
মনের উল্লাস নিমিষে শেষ
শক্তি ছিল না উঠে দারাবার।
জাগিয়া উঠেছিল হারাবার ভীতি
ঠিকই! সেইদিন ক্রন্দন গীতি
শুকনো কাঁটা বিঁধেছিল বুকে
কিসে? এ- শাস্তি বিধাতার।
জীবনের অঙ্ক, পাপ কলঙ্ক,
নাকি ছিল- প্রেমের মাঝে ভুল?
মরণ-কে বরণ করিয়াছে সে কি
দিয়াছে তাহারি মাসুল?


মুদিত নয়ন রক্তে ভেজা
রক্তে ভিজিয়াছে দেহ তার
রক্তমাখা বদনখানি বলিয়াছিল
ও! বাছিবার তরে.....
কত করিয়াছি চিৎকার।
বাড়ীর পথে ফিরছিল সে
যানবাহন- ছিল চাঁন্দের গাড়ী
লেবুছড়ি বাজারে সড়ক দুর্ঘটনা
আর ফিরিতে পারিল না বাড়ী।
হৃদয় ভাঙ্গিয়া ভুবন ছাড়িয়া
সেদিন মায়ায় বাঁধন ছাড়ি
জগৎ মাঝে- বড় একা করে
দিয়াছে- না ফেরার দেশে পারি।


পাহাড়ি-ভুমি কাঁপিয়া উঠেছিল
সেদিন পবন হয়েছিল ভারী
খবর- সড়ক দুর্ঘটনায় পাহাড়ি-বাঙ্গালি
মিলে আট পুরুষ এক নারীর মৃত,
প্রিয়া যে মোর- সেই নারী।
আসমান জমিনে কান্নার ধ্বনি
চারিদিকে- হায়! হায়!
অশ্রু সজল দৃষ্টি আর আর্ত কন্ঠে
সেদিন জানিয়াছি শেষ-বিদায়।


তারিখঃ- ১৪/০৬/২০২০ খ্রিঃ,
সময়ঃ- বিকাল ০৫.০০ টা,
স্থানঃ- ঢুষমারা থানা, কুড়িগ্রাম।