চৈত্র মাসে বর্ষা আসে
শ্রাবণ মাসে ক্ষরা  
গাছপালা-রা আকাশে উড়ে
পাখি গুলো সব মরা।
মাছ গুলো যে ডাঙ্গায় চলে
পানিতে মানুষের বাস
পাহাড় দিয়ে চলে স্রোত
সাগরে গজায় ঘাস।
পানি দিয়ে রান্না করে
আগুনে করে গোসল
শান্ত কথায় ঝগড়া করে
চড়া কথায় কুশল।
দিনের বেলায় ঘুমায় সবাই
চোরে করে চুরি
বয়স কালে হচ্ছে শিশু
জন্ম নিচ্চে বুড়ি।
ছাতার তলে প্রখর রোদ
খোলা মাথায় ছায়া
আদরের নাম গর্জন সেথা
ঝগড়া'র নাম মায়া।
গ্রাম প্রধান ভিক্ষা করে
ভিক্ষুক মোড়ল হেথা
মুরগি মাথায় মুকুট পরে
হয়েছে বড় নেতা।
দেখতে চাও? এসো তুমি
উল্টো চলার গায়ে
পানি পথে বাসে চরে
শুকনো পথে নায়ে।