সুদূর হতে ভেসে আসে কার স্বকরুণ সুর
সুখের সংসার সৌধ ভেদিয়া করে হৃদয় টি চুর।
ক্ষনে ক্ষনে তার সুর যেন শুনিতে  পাই
মায়াময় সংসার তোমার হেথা কেহ নাই।
হৃদয় টা হয়ে পড়ে তার ডাকে শূন্য
রয় না মোর কাছে কিছু তাকে করিবার পূর্ণ।
তুমি তো হৃদয় ছুয়ে চলে যাও দুরে
কত অজানা ব্যথা মারে মোরে খুড়ে।
কে তুমি ডেকে যাও মোরে
কেন তোমার তরে প্রাণ কেঁদে মরে?