আর কিছু চাই না
শুধু একবার বলো ভালোবাসি,
ব্যাস।

পাই আর নাই পাই
শুধু একবার চাই মুখের হাসি,
ব্যাস।

যাই আর নাই যাই
শুধু একবার পাশে হাঁটতে চাই,
ব্যাস।

নির্বাক হোক তবু চাই
তোমার হাতে হাত রাখি,
ব্যাস।

ওষ্ঠ তোমার নীরস হোক
ওষ্ঠব্রণ না হয় যেন,
ব্যাস।

হরিণি সম অক্ষি তোমার
অক্ষিকূটক মুক্তোসম,
ব্যাস।

হে।হে। আর কিছু চাই না
শুধু একবার বলো ভালোবাসি,
ব্যাস