আমার ইচ্ছে যতো
শখের খাঁচায় বেঁধে রাখা
বন্য পাখির মতো!
দূর আকাশে উড়ার কতো
স্বপ্ন পাখির চোখে
দেশ মহাদেশ ঘুরবে যতো
কে সে তোমায় রুখে?
স্বজন-সাথীর সঙ্গে পাখি
খেলবে নানান খেলা,
দুখের আঁধার ঘুছিয়ে যাবে
বসবে সুখের মেলা।
হৃদয় কাড়া সূর লহরী
গাইবে পাখি গান-
জাগবে সাড়া পক্ষিপুরীর
মাতবে সবার প্রাণ!
বন্য পাখি বন্দী খাাঁচায়
স্বপ্নছবি আঁকে,
মুক্তির আশায় দিন গুণে যায়
স্বপ্ন আগলে রাখে।
যত্নে আঁকা স্বপ্নছবি
হৃদয়ে দেয় নাড়া,
দিন কেটে যায় রাত নামে ফের
পায় না পাখি ছাড়া।
আমার ইচ্ছে যতো
মুক্তির আশায় প্রহর গুণা
এই বন্দী পাখির মতো!