আবারো বর্ষা তুমি এসেছে ফিরে
মোদের শুভ্র সুনীল গ্রামে
মনে হয় তুমি যেন এসেছে আবার
গ্রাম বাংলার প্রতিটি ছায়ার প্রেমে।


তোমারি জোয়ার লীলার সমাহার
প্রকৃতি নতুন সাজে সজ্জিত,
বৃষ্টির টুকটাক প্রচন্ডে শব্দে
সবকিছু হয়ে যায় নিমজ্জিত।  

দিবাকর শশী নেইতো আকাশে
শুধু মেঘের লুকোচুরি
দিনের শেষে রাত্রি এলেই
শুরু হয় ব্যাঙের ছড়াছড়ি।