পঁচিশ ডিসেম্বর ঘুরে ঘুরে আসে,
জমকালো আয়োজনে আনন্দে ভাসে।
ডিসেম্বরে দিন গুনে, মিলনের ক্ষণ,
মঞ্চ ঘিরে শুরু হয় মূল আয়োজন।


জন্মদিন ফিরে এসে তুলে আলোড়ন,
ঝুমুর ঝুমুর নাচে বিমোহিত মন।
ঊনষাট শেষে আজ ষাটের ঘরে পা,
যুগের সাথে পাল্লায় বাড়ে প্রত্যাশা।


বিটিভির জন্মদিন চৌষট্টিতে শুরু,
সুরের মূর্ছনা আজ ষাটে হলো পুরো।
নবীন আর প্রবীণ একাকার হয়,
আজকের দিনলিপি করে প্রীতিময়।


প্রবীণেরা যোগ দেয় মিলন মেলায়,
খুশির জোয়ার উঠে বেলা বয়ে যায়।
কলাকৌশলীরা এসে মন খুলে হাসে,
শুভ জন্মদিন বলে ভাসে উল্লাসে।


বাঁশরীর সুর তুলে বাজে ঢাকঢোল,
নাচে গানে পর্দায় ফুটে উঠে ফুল।
প্রাঙ্গণ ছেড়ে যেতে মনে নাহি চায়,
এই দিনে বারেবারে শুভেচ্ছা জানায়।


উচাটন মন ভরে করে জড়াজড়ি,
প্রিয় প্রাঙ্গণ ঘিরে হয় ছড়াছড়ি।
ঝুমুর ঝুমুর তালে হয়ে বেসামাল,
দিনলিপি ঘুরে আজ মিলনের কাল।


এমন মধুর দিনের সংখ্যাটা ষাট,
বাজে বাঁশি বাজে বীণ বেঁধে আটঘাট।
ঝলমলে প্রাঙ্গণে আলোকিত আঁখি,
শুভ জন্মদিনে আজ শুভেচ্ছা রাখি।