আবার আষাঢ় এলো ঝরঝর বৃষ্টি,
সাদাকালো মেঘ থেকে বৃষ্টির সৃষ্টি।
          সাদা মেঘ ছুটে চলে
          জমে জমে কালো হলে
রিমঝিম বৃষ্টি ঝরে কেড়ে নেয় দৃষ্টি।


আষাঢ়ে বাদল নেমে ভরে মাঠ ঘাট,
বাদল জোড়ালো হলে জমে না তো হাট।
          দিনরাত বৃষ্টি ঝরে
          মুষলধারেই পড়ে
বৃষ্টির তোড়ে কাজের সূচী করে কাটছাট।


মেঘলা হতে সময় নেয় না মেঘে ছেয়ে যায়,
যখন তখন বৃষ্টি দেখে বসে বারান্দায়।
          ঝুম ঝুম বৃষ্টি দেখে
          চায়ের কাপ হাতে রেখে
মনের দুয়ার খুলে দিয়ে কি যে মজা পায়।


গাছে গাছে কদম বেলীর থোকা থোকা ফুল,
এটা দেখে জীবন সঙ্গীর আনন্দ হিল্লোল।
          বৃষ্টি ঝরে ফুলে ফুলে
          তার সাথে মনও দোলে
নিজ আঙ্গিনায় চোখে ভাসে দোলনচাঁপার দোল।


মেঘ আকাশে তাকিয়ে দেখে চোখ ছলছল,
শিশু-কিশোর মাঠে নামে পায়ে ফুটবল।
          এই রোদ এই বৃষ্টি
          আবহাওয়া ভারী মিষ্টি
আকাশ থেকেই নেমে আসে ফোঁটা ফোঁটা জল।


কাঁচামরিচ মুড়ির সাথে তেল নুন আদা,
আকাশ পানে চেয়ে খাই মেঘ যখন সাদা।
          যদি বর্ষে সারাদিন
          ঝালমুড়ি খেয়ে নিন
বর্ষাকাশে ঝালমুড়ির মজাই আলাদা।