মন ভরে রঙ করে লাল লাল চুল,
বাম হাতে চুড়ি পরা ডান হাতে ফুল
সুর উঠে মনে চলে জল ছাড়া ভেলা,
হামবড়া ভাব ধরে হাঁটে খোলামেলা।


কান দিয়ে যাই শুনে মুখে হাসি ফুটে,
রঙ দেখে মন ভরে আনন্দ ছুটে।
বেলা ডুবে শশী এলে ঘাটে বসে যায়,
মনে উঠা গানগুলো সুর তুলে গায়।


চাঁদ রাতে করে যায় মন নিয়ে খেলা,
সারা রাত নেচে-গেয়ে তুলে দেয় বেলা।
রবি দেখে বিছানায় ঘুমে পাল তুলে,
ঘুম ঘোরে ঢলে পড়ে খানাদানা ভুলে।


এটা কোন দোষ নয় বয়সের টান,
সুর তাল লয় উঠে হয় বেগবান।
রঙ চড়া দুনিয়াটা মোহময় লাগে,
বয়সের টান বলে এতো সাধ জাগে।


ঠোঁট খোলা কথা বলে চলে সাই-সাই,
তার কোন চাহিদাই অপূরণ নাই।
স্বজনের কথা শুনে মিটমিটে হাসে,
তিল দেখে তাল ভেবে ভাসে উল্লাসে।


ঘুম থেকে জেগে উঠে জানালাটা খুলে,
খানাদানা বাদ দিয়ে দোলনায় দোলে।
বয়সটা ষোলো হলে ধরে এই রোগ,
লোকে বলে রোগ নয় আধুনিক যুগ।