আমি দেখেছি কাক কোকিল, ডালে ডালে ঘুরে,
কাকের বাসায় সুযোগ বুঝে, কোকিল ডিম পাড়ে;
ডিম থেকে বাচ্চা ফুটে, কাকের বাসা ছাড়ে।
কা কা করে বোকা কাক, ভালো মন্দ বুঝে না,
কোনটা কাকের আসল ডিম, তা কখনো খুঁজে না;
কাকের তা-এ ডিম থেকে, বেরোয় কোকিল ছানা।


আঁকাবাকা মেঠো পথে, গাঁয়ের মানুষ হাঁটে,
দুপুর রোদে গাছের ছায়ায়, বসে পুকুর ঘাটে ;
ঠাণ্ডা হাওয়ায় বিশ্রাম নিয়ে, যায় সে চলে মাঠে।
ধান পাট ভালো হলে, কৃষকের মুখে হাসি,
ঘরে তোলে ধান পাট, তাতেই তাঁরা খুশি;
যখন মাঠে গরু চড়ায়, রাখাল বাজায় বাঁশি।


বাগান মালি ফুল বাগানে, পানি নিয়ে যায়,
একটু একটু ঢেলে পানি, গাছের গোড়ায় দেয়;
রোদ বৃষ্টি মাথায় নিয়ে, গাছের যত্ন নেয় ।
মালির কষ্টে দীর্ঘদিনে, যখন ফুল ফুটে,
বাগান মালিক ফুল বাগানে, সুবাস নিতে ছুটে ;
মালিক দেখে মালি তখন, পিছু পিছু হাঁটে ।


পাহাড় ঢালে জুম চাষ, আপেল কমলাও হয়,
পাহাড়ি ফল ছড়িয়ে পড়ে, সারাটা দেশময়;
বাজার থেকে কিনে নিয়ে, কত মানুষ খায় ।
রাঙ্গামাটির পাহাড় ঢালে, চাকমা রাজার বাড়ি,
অতি যত্নে ফটকে ঝুলে, রাজার দেয়া ঘড়ি;
রাজার ডাকে দৌড়ে আসে, সবাই তাড়াতাড়ি।


আশ্বিন মাসে কাঁচা ধান, যখন মাঠে থাকে,
সকাল বিকাল কৃষক এসে, দেখেশুনে রাখে;
অগ্রহায়ণে কাটা শুরু, যখন ধান পাকে ।
শুরু করে উৎসবাদি, নতুন ধানের পিঠা,
স্বাদের জন্য কিষাণী দেয়, পিঠায় গুড়ের ছিটা;
খেজুর রস নামিয়ে আনে, সঙ্গে থাকে মাঠা।