গুণী জেনে গেয়ে যায় যত গুণগান,
অসততা খুঁজে পেলে করে অভিমান।
শূলে তোলা দোষগুলো হলে তিরোধান,
গুণগান অভিমান সমানে সমান।


শুভক্ষণে ভালো জেনে ভালোবাসা গড়ে,
গড়ে উঠা ভালোবাসা অভিমানে ঝরে।
অভিমানে প্রতিদান সব ভুলে যায়,
মনে জমা ক্ষোভ ঝেড়ে প্রতিশোধ চায়।


রোষানলে জ্বলে উঠে তার নেই ভয়,
অসময়ে কাছে এসে করে অভিনয়।
অপরের হাত ধরে সব ক্ষোভ ঝাড়ে,
পেছনের স্মৃতিগুলো তোলে কারাগারে।


গোপনীয় সব কথা তুলে পাই পাই,
গলা ছেড়ে ফুটে উঠে চেনা রূপটাই।
চড়া মনে ভালোটাও খারাপের ভাগে,
জিদ করে বলে যায় সেই অনুরাগে।


সুসময়ে ছিলো তার যত নাম দাম,
খাদে পড়ে জনমনে হয় শিরোনাম।
অভিমানে কেউ কেউ সরে যায় দূরে,
ছায়া দেখে ফিরে যায় তিন পথ ঘুরে।


ভালোবাসা জুড়ে থাকে মান-অভিমান,
অবিচল ভালোবাসা বিধাতার দান।
অভিমান ঝরে গেলে খুলে যায় দ্বার,
আজীবন মিলেমিশে হয় পারাপার।