কুয়াশায় কাল ছিলো বিরূপের ভাঁজ,
রবি থেকে আলো ফুটে এটা নেই আজ।
বাংলার কোলে আজ ঝলমলে ভোর,
রোদ উঠে ঘুরে গেলো কুয়াশার মোড়।


আজকের আবহাওয়া আলো ঝলমল,
অতি মৃদু কুয়াশায় নেই কোলাহল।
শীতের প্রকোপ কমে মুখে মৃদু হাসি,
ছায়ারূপে পড়া রোদ যেন অবিনাশী।


সরিষার ক্ষেতে ভরা শোভাময় ফুল,
চকচকে ফুল দেখে মনে লাগে দোল।
ঝলমলে রোদ পেয়ে মধুকর হাসে,
মধু নিতে ফুলবনে পাখা মেলে ভাসে।


হাড়কাঁপা শীত নেই চাষীভাই ক্ষেতে,
কাজ নিয়ে পড়ে আছে রবি চাষে মেতে।
কচি শাক আলু মূলা ভরা মাঠঘাট,
রবি চাষে মুখরিত ফসলের মাঠ।


দেশ জুড়ে বান বন্যা যত হয় কম,
ফুটে উঠে কৃষকের হাসিমাখা দম।
সোনার ফসল ফলা উপযোগী মাটি,
বাংলার পুরো মাটি ফসলের ঘাঁটি।


ঝলমলে দিন আর পরিবেশ ভালো,
দিবাকর উঠে আজ দিয়ে গেলো আলো।
প্রীতিময় রোদ ঘেঁষা কাঁপুনি বিহীন,
মৃদু শীতে আজ গেলো ঝলমলে দিন।