ভালোবেসে যতো কথা মুখে বলেছিলে,
সুখ দুঃখ ভাগ করে নেবো মিলেঝিলে।
প্রেম নয় তো মরুভূমি
কেনো হবো হতোদ্যমী
ভালোবেসে বন্ধু তুমি কথা দিয়েছিলে।


ভালোবেসে যাকে দিলে মন প্রাণ খুলে,
আজ তুমি দূরে ঠেলে আছো তাকে ভুলে।
যাকে ঘিরে সব আশা
সেই তো হবে মনপাশা
তবে কেনো ভালোবাসা তুলে দিলে শূলে?


অকারণে আজ তুমি কুটচাল চালো,
দূরে থেকে বারেবারে আগুনটা জ্বালো।
হাত ধরে বনে বনে
স্বপ্ন ছিলো দু'নয়নে
আজ তবে কি কারণে নিভে গেলো আলো?


যার কাছে সন্ধা সাঁঝে ছিলো আগমন,
আজ তাকে বাজে কথা বলে অন্যজন।
কানে কানে বলেছিলে
যাবেনা তো একা ফেলে
তবে কেনো ফিরে গেলে তুলে নিয়ে মন?


খালি মুখে গালি দাও তবু ফিরে আসো,
ঠোঁট মেলে প্রাণ খুলে একটুখানি হাসো।
বুলি ছাড়ো অনুমানে
যার কষ্ট সেই জানে
কাছে এসে কানেকানে বলো ভালোবাসো।


ভালোবাসা রেখে যাই যাকে দেখে আসি,
মন থেকে আমি চাই সেই মুখে হাসি।
প্রতিকূলে দাঁড় বাও
যতো তুমি দূরে যাও
বন্ধু তুমি জেনে নাও আজও ভালোবাসি।