গাড়ির চেয়েও অনেক বেশি, ঘুরে রিক্সার চাকা,
আকাশচুম্বি উঁচু দালান, আজব শহর ঢাকা।
কোটি মানুষ গিজগিজ করে, টাকার পিছে ঘুরে,
একটুখানি স্বার্থ হানি,  চিমটি দিয়ে ধরে।
কাজের আশায় দিনমজুর, সারি বেঁধে  বসে,
শ্রমিক নেবে ভবন মালিক, অনেক হিসাব কষে।

নামি-দামী সব শিক্ষাঙ্গণ, ঢাকাবাসী সুখী,
সারা দেশের ভাল ছাত্র, সবাই ঢাকা মুখি।
রাজপথে রিক্সা নিয়ে, রিক্সাওয়ালা ঘুরে,
যাত্রীর জন্য সারি বেঁধে,  দাঁড়িয়ে থাকে মোড়ে।
ভিক্ষুকেরা থালা হাতে, রাস্তায় ভিক্ষা করে,
রাজপথে ভিক্ষা করে,  তাদের পকেট ভরে।

পান দোকানী পান বেচে, দোকান গলায় ঝুলে,
ফেরিওয়ালা ডেকে যায়, ঢালি মাথায় তোলে।
অতি ভোরে শ্রম বাজারে, স্রোতের মত যায়,
সারাটা দিন খেটেখুটে,  তবুও শান্তি পায়।
গ্রামেগঞ্জের অনেক মানুষ, স্রোতের মত আসে,
সকাল সন্ধ্যা কাজের খোঁজে,  জনসমুদ্রে ভাসে।

এসি গাড়ি চালিয়ে এসে, এসি কক্ষে ঘুমায়,
কেউবা আবার ঘুমের জন্য, পথের ধারে যায়।
কত মানুষ উদোম গায়ে, এসি কক্ষে নাচে,
পাশাপাশি লক্ষ লক্ষ, বস্তিবাসীও আছে।
হাসি খুশি অনেক শিশু,  দামী স্কুলে যায়,
পথশিশুরা চেয়ে দেখে, ওদের কষ্ট পায়।

লক্ষ গাড়ি কলকারখানার, কালো ধোঁয়া উড়ে,
টাকার জন্য ধোঁয়ার মুখেও, আঁকড়ে থাকে পড়ে।
অলি গলি মহাসড়ক, ব্যস্ত করে রাখে,
সারা ঢাকায় মধ্য রাতেও, ট্রাফিক জ্যাম থাকে।
ছোট বেলায় ঘুরে দেখতাম, মহাসড়ক ফাঁকা,
এখন মানুষ কোটি কোটি, আজব শহর ঢাকা।