বৃষ্টিটা আজকাল নাড়া দিয়ে যায়,
কেনো জানি এই মন মৃদু কষ্ট পায়।
জলে ডুবে ভেসে যায় হয় তোলপাড়,
পথেঘাটেও দেয় না যানজটে ছাড়।


আকাশের ঘুরঘুর কান ফাটা ডাক,
মেঘমালা বলে যায় বৃষ্টিটা থাক।
ঝুম বৃষ্টি শুরু হলো অবিরাম টানা,
জলাবদ্ধ রাস্তাঘাটে হেঁটে যেতে মানা।


পুকুরের মাছগুলো ভেসে গেলো বিলে,
চাষ করা মাছ ধরে খায় সবে মিলে।
চাষীভাই করে চাষ তার মাথা ভারী,
লোকসান গুনে তার পিষে গেলো নাড়ি।


বর্ষায় বৃষ্টি হয় আছে তাই জানা,
অতিবৃষ্টি দিয়ে যায় প্লাবনের হানা।
প্লাবনের জল এসে ক্ষয়ক্ষতি হয়,
জানমাল ডুবে যায় এখানেই ভয়।


খাড়া স্রোত তাড়া করে ভাঙ্গে বাড়িঘর,
কষ্টটা আরো বাড়ে প্লাবনের পর।
বিপদ সীমায় এসে ভেসে যায় নদী,
দুই তীর ভাঙচুর চলে নিরবধি।


শ্রাবণের শেষ দিন চলে গেলো কাল
বৃষ্টির তোলপাড় রয়ে গেলো ঝাল।
চেয়ে দেখি দুই চোখ যায় যতদূর,
সাঁঝ সাঁঝ আকাশটা করে ঘুরঘুর।