আমি যখন নদীর জলে সাঁতার কেটে যাই,
নদীর জলে সাঁতার কেটে তোমার দেখা পাই।
দেখা হলো প্রেম হলো
সব সময় সাথে চলো
হঠাৎ এখন কি যে হলো তোমার দেখা নাই।


বন্ধু তুমি কেমন মানুষ হতাশ করে গেলে,
ভালোবাসা ছিন্ন করে এমনটা কি পেলে?
তুমি ছিলে লম্বাকেশী
ছিলে তুমি প্রতিবেশী
বলেছিলে ভালোবসি সুযোগ নিয়েছিলে ।


তখন তোমার কেউ ছিলোনা ছিলাম শুধু আমি,
কতো সুযোগ দিলাম আমি জানেন অন্তর্যামী ।
মন নিলে প্রাণ নিলে
ভালেবেসে কাছে ছিলে
হঠাৎ এখন ছেড়ে দিলে পর করলে তুমি।


মন ছিলো না, সব ছলনা, মানুষ তুমি বাজে,
আমার কাছে সুযোগ নিতে কথা বলতে লাজে।
সন্ধ্যা সাঁঝে নিত্য এসে
কথা বলতে হেসে হেসে
কাছে এসে ভালোবেসে এমন করা সাজে ?


টাকার খনি খুঁজতে গিয়ে ভালোবাসা শেষ,
বিক্রি হয়ে টাকার কাছে এখন আছো বেশ।
যতটুকুই খবর পাই
তোমার কোনো সুখ নাই
লোকটা রাখে যন্ত্রণায় টেনে তোমার কেশ।


চাপা কান্নায় বুক ভাসে পাড়ার লোক হাসে,
মারের চোটে লম্বা কেশ চোখের জলে ভাসে।
টাকা চেয়ে থাপ্পড় খাও
অন্যের কাছে গীবত গাও
কৃপণ বলে গালি দাও যখন কাছে আসে ।


টাকার কাছে হেরে গেছো প্রেমটা শূন্য করে,
ভালোবাসা সব খুয়েছো টাকার লোভে পড়ে।
সৎ পথে স্বর্গ বাস
অসৎ পথে সর্বনাশ
যে ছলনার করলে চাষ, আঁখি জল ঝরে ।