সময়টা শুরু হলো অমাবস্যার,
আজ রাতে আকাশটা ঘোর অন্ধকার।
ঘন-কালো অমানিশা মন জুড়ে আঁকা,
সুনসান চারিদিক আঁধারেই ঢাকা।


মেঠোপথে হেঁটে যাই হয়ে পথভোলা,
কুয়াশার রজনীতে আকাশটা ঘোলা।
আজেবাজে ভাবনায় ভয়ে মন সাজে,
ভয়ে ভয়ে মন দিলে একতারা বাজে।


পাড়াগাঁয়ে পথেঘাটে অন্ধকার বেশি,
অচেনা পথের বাঁকে ভয়ে কাঁপে পেশী।
অন্ধকারে ভয়ডরে চিরচেনা হাল,
মাঝে মাঝে ঝুলে পড়ে গায়েমোড়া শাল।


যেতে নাহি মনে চায় তবু যেতে হয়,
সাহসের পালে রাখি অকারণ ভয়।
কালোছায়া মনে আনে আছে জ্বিন ভূত,
সাথীহীন মাঝরাতে মনে খুঁতখুঁত।


মেঠোপথে হেঁটে যেতে বেছে নেই রাত,
আঁধারের দোলাচলে ভয়ে কুপোকাত।
ঘোর রাতে হাঁটা পথ নয় যথাতথা,
চেতনায় আজ হলো এই অভিজ্ঞতা।


সুনসান আঁধারের যত ভয়ভীতি,
মাঝরাতে পায়ে হেঁটে পাকা হলো স্মৃতি।
অন্ধকারে হাঁটাহাঁটি চরম বোকামি,
সেইসাথে মনে হলো আলোটাই দামী।