আলোয় ভরা আলুটিলা,  দেখতে যাবে বেলা,
সকাল থেকে শুরু হয়, হাজার লোকের মেলা।
বন্ধু স্বজন থাকলে সাথে, পাবে মজা বেশি,
ভিন দেশিরাও আসে তবে, বেশি পাবে দেশি।
এ গহীণ অরণ্যে তুমি, এসো না যেনো একা,
দীর্ঘদিনের দিবা স্বপ্নের, পাবে তুমি দেখা।

তোমরা যদি দেখতে চাও, এসো তাড়াতাড়ি,
হাজার ফুট নিচে আছে, বসবাসের ঘরবাড়ি।
গাছের পাতা সবুজ তাই, সবুজ বনে আঁকা,
দৃষ্টি গেলেই সৃষ্টি হবে, হৃদয় জুড়ে লিখা।
খাগড়াছড়ির পাহাড় চূড়ায়, এ যে স্বপ্নপুরি,
হৃদয় মন শপে দেয়ার, নেই যে কোন জুড়ি।

নিজ দেশের স্বপ্ন বিলাস, ঘুরে দেখে যাই,
দৃষ্টিনন্দন সৃষ্টি জগৎ, সব অনুভব পাই।
সবুজ শ্যামল পাহাড় টিলা, ভরবে তোমার মন,
এখন যদি না পাও সময়, পাবে আর কখন?  
এ ডিবির নাম আলুটিলা,  টিলার উপর চালা,
টিলার নিচে গহীন গুহা,  গুহায় পানি ঢালা।

টিলা জুড়ে রূপের আঁচল,  টেনে রাখা নিচে,
সবুজ বনে ঢেউ খেলানো, মায়া মিশিয়ে আছে।
যত দেখবে শেষ হবে না, আরো দেখতে চাবে,
মন মাতানো রূপের মায়া, তোমার সাথে যাবে।
দূরাকাশের দৃশ্য দেখে, শূন্য হৃদয় ভরে,
পাহাড় চূড়ায় নেমে এলো, আকাশ কেমন করে।

যাঁরা দেখে রূপ সৌন্দর্য,  আসে সবাই দিনে,
পাহাড় চূড়ায় খাড়া থাকে, মনের সুখ কিনে।
কি সুন্দর সোনার বাংলা,  একবার এসে দেখো,
বাংলা মায়ের রূপের গান, তার-ই কাছে শেখো।
শ্রান্তি সুখ আর মন-আনন্দ, সব-ই খুঁজে পায়,
রাতের বেলায় কেউ থাকে না, সবাই বাড়ি যায়।