সোহাগী তুমি কেমন আছো? জানতে ইচ্ছে করে,
চিরদিন  তুমি  অমলিন থাকবে,আমার হৃদয় জুড়ে।
খেতেই হবে রোজ সকালে,  স্টেশন রোডের চা,
রোজ সকালে করতাম  যখন, ট্রেনের অপেক্ষা।
কতদিন যে অর্ধেক চা, রেখেই দিতাম পাড়ি,
কাপের চা শেষ না হতেই, ছেড়ে দিত গাড়ি।


কলেজ শেষে বিকেল বেলায়, ফেরত  ট্রেনে ফিরে,
সবাই তখন ভিড় জমাতো, চায়ের স্টলকে ঘিরে।
বিকেল বেলায় এক কাপ চা, না হলে কি চলে?
সোহাগীর চা মুখে মুখে, তাইতো সবাই বলে।


রেল লাইনের দক্ষিণ পাশে, স্টেশন মাষ্টার বসে,
উত্তর পাশে চায়ের দোকান, কাঠের বেঞ্চি পাশে।
মিনি গ্লাসে গরম চা,  বেঞ্চিতে বসে খেতাম,
সাথে একটা বিস্কুট দিত, অনেক  মজা পেতাম।
ছোট বেলার সকল স্মৃতি, কিভাবে যাই ভুলে?
অন্তরাত্মায় বিধে আছে, রাখলাম শিকেয় তুলে।


ট্রেনের যত টিকেট চেকার, সবাই ছিল মামা,
চায়ের স্টলে কথা বলতাম, যখন ট্রেন থামা।
ছোট বেলার সেই সোহাগী, সোহাগ লাগে মনে,
আমার মনের সকল কথাই, সেই সোহাগী জানে।