ছোট্ট এই দেশটা আমার,
দেখবো এবার ঘুরে ঘুরে,
পাহাড় নদী নীল সমুদ্র,
কেন থাকবে দূরে দূরে ?
হৃদয় বলে বার বার,  
সময় তোর হবেনা আর,
কেন তোর হয়না সময়,  
কিভাবে হয় অন্য সবার?


মনের টানে সমুদ্র পানে,  
ঝেড়ে ফেলে সব কাজ,
এইতো এসেছি সমুদ্র,
দেখবো তোকে আজ।
যত  দূর  চোখ  যায়,  
কী দেখছি হায় হায় !
স্থির হয়ে দাঁড়িয়ে আছি,  
চোখ ফেরানো দায়।


পানিতে ঢেউয়ে রাস্তা,  
বাড়িয়েছে মনে আস্থা,
ঢেউয়ে দাঁড়িয়ে থাকার,  
কি সুন্দর সুব্যবস্থা।
আলো তুমি বল মোরে,  
কি শান্তি দু'চোখ জুড়ে,
দিন দুপুরে সাগর পাড়ে,
নীল পানিতে প্রাণ কাড়ে।


ও মন তুমি বল মোরে,
ধরে রাখবে কে আমারে?
নেই ঘর নেই কোলাহল,
আছি আমি শান্তিপুরে।
ব্যস্ত প্রাণ ন্যাস্ত করি,
মন আনন্দে দু'চোখ ভরি,
ঠাণ্ডা মাথায় যত পারি,
সুখ-আনন্দ নেব বাড়ি।


এত সুন্দর  বাংলা আমার,
সাগরের রূপের বাহার,
দেখনা তোরা ঘুরে ঘুরে,  
ডাকছে তোদের সুরে সুরে।
সাগর নদীর  রূপের তোড়ে,
দেবেই দেবে পাগল করে,
ঘুমিয়ে থেকে দিন দুপুরে,
সুযোগটা কেউ ছাড়তে পারে?