সহকর্মী ভালো হলে বাড়ে মনোবল,
অনুকূল পরিবেশ থাকে সুশীতল।
কাজেও পাওয়া যায় খুশি খুশি মন,
জনসেবা দিতে পারে যখন তখন।


সেবা দানে মনোভাব অনুকূল রাখে,
ভালো ভালো কথা বলে সেবা দেয় যাকে।
যথাযথ মূল্যায়নে জনতাও খুশি,
কখনো হবেনা তারা অকারণে দোষী।


নিজ গুণে কাজ করে ছেড়ে অবিচার,
সম্মানটা ধরে রাখে এটা যার যার।
কাজ নিয়ে যত লোক আসে বারেবারে,
হেসে খেলে দিন যায় কাজটাও সারে।


মানুষ মাত্রই ভুল যতটুকু আছে,
ভালো লোক ভুলগুলো মুছে দিয়ে বাঁচে।
সমাজের ভালো লোক ভালো কাজ করে,
হীন ভাব যত থাক মন থেকে ঝরে।


কাজে এসে অনুকূল পরিবেশ চায়,
মনে থাকা জেদ নয় গান গেয়ে যায়।
আচরণে ফুটে উঠে ব্যবহার ভালো,
গড়ে উঠা পরিবেশে জ্বলে উঠে আলো।


সকল মানুষ যদি ভালো দিক ভাবে,
শোভাময় সামাজিক পরিবেশ পাবে।
সকলের আচরণ হলে মানবিক,
সমাজ বদলে যাবে খুঁজে পাবে দিক।