আমার মনের সোহাগী তুমি,  এখন কেমন আছো ?
দিন রাত আমি যেখানেই যাই, আমার মনে নাচো।
অর্ধেক জামা গায়ে দিলাম, রেলের ঘন্টা বাজে,
ট্রেন তোমাকে  ধরতেই হবে, যেতেই হবে কাজে।
রেলের ঘন্টায় দৌঁড়ে যেতাম, বোতাম খোলা জামা,
কোনমতে ট্রেনে  চড়তাম, সিগনালে ট্রেন থামা ।


ট্রেনের  ভিতর  মামা এসে, হাজির হয়ে বলে,
সরকারি ট্রেন উঠে গেছো, টিকেট ছাড়া চলে ?
ছাত্র আমি ব্যস্ত আছি, টিকেট কেনো চাও?
কত টাকা ভাড়া গাড়ির, তাহাই মামা নাও।


যাত্রাপথের টিকেট মূল্য,  দুই টাকাতেই ছিল,
স্টেশনে এসে ট্রেনের মামা, টিকেট এনে দিল।
যাওয়ার পথে মামা যখন, ধন্যবাদ দিয়ে যায়,
ততক্ষনে আমার টেন,  সোহাগী  পার হয়।
ছোট বেলার এসব স্মৃতি,  কিভাবে যাই ভুলে ?
মনে পড়লেই খুলে দেখি,  স্মৃতির পাতা তুলে।


অপেক্ষায় আছি সেই সোহাগী,  তোমার কাছে যাবো,
মাথায় চিন্তা ঘুম আাসেনা, কখন তোমায় পাবো?
উত্তর পাশের চায়ের স্টলটা,  ওখানেই  কি আছে?
চায়ের স্টলে মিনি গ্লাসে,  এখনো চা বেচে?