আমার হৃদয় নদীরে তুই, আমার অন্তরে,
জ্বালাইয়া পোড়াইয়া গেলি তুই যে আমারে,
আমারে তুই ছাইড়া গেলি আসলি না ফিরে।।


আমার এই হৃদয় মাঝে ছিলো এক নদী,
স্রোতের ধারা বইয়ে দিতে তুই এসে যদি।
এই অন্তরে জল ছাড়াই ছিলো শুধু ঢেউ,
শূন্য আমার হৃদয় মাঝে আসে না তো কেউ।
ফাঁকা মনের হৃদয় কোণে কতো জ্বালা রে।।


অনেক প্রেম অনেক জ্বালা আর তো সয় না,
নদীরে তুই মইরা গেলি ঢেউ তো বয় না।
কবেরে তুই ফিরে আসবি ঘরে ঢেউ তুলে?
মরা নদীর কথা আবার যাবো আমি ভুলে।
তোর জন্যই চাইয়া আমি পাগলপারা রে।।


এই মনে প্রেমের আগুন বারে বারে জ্বলে,
জ্বইলা পুইড়া শেষ হয় কতো কথা বলে।
প্রেমটা আসে চইলা যায় কিছু বুঝে না,
জল ছাড়াই ঢেউটা উঠে নদী খোঁজে না।
আমার এই প্রেমের জ্বালা কে মিটাবে রে।।