উত্তর পাড়ায় বন্ধু থাকে দক্ষিণ পাড়ায় আমি,
বিরূপ হলেও আমার কাছে বন্ধুর কথাই দামী।
আমার প্রাণের বন্ধুর জন্য পাড়ায় পাড়ায় মিল,
উভয় পাড়া ঠায় দাঁড়িয়ে মাঝে হাতিরঝিল।
দক্ষিণ পাড়ায় মাঝে মাঝে ঝগড়া বিবাদ বাঁধে,
আমার জন্যই বন্ধু এসে দোষটা তুলে কাঁধে।


যে জন করে ছলচাতুরী মনের ভেতর কালি,
এমন মানুষ বন্ধু হয় না বহন করে বালি।
আমার বন্ধু এমন নয়, করে না কারো ভয়,
আসল বন্ধু সরল মনের মনের মতোই হয়।
প্রাণের বন্ধুর মায়া-মমতা ঝরায় বিন্দু বিন্দু,
সারাজীবন স্বীকার করে তাইতো প্রিয় বন্ধু।


যারাই করে কেনা বেচা পরের কথায় ধরে,
বিপদ যদি ঘনিয়ে আসে আপসোস করে পরে।
উত্তম কাজটা দেখেই বলে আপন হাতে বুনা,
এমন বন্ধু কেউ রেখো না হউক না জানাশোনা।
সব সুবিধা নেয়ার জন্য বলবে ভাই ভাই,
বন্ধু হয়ে যতোই ঘুরোক তার কপালে ছাই।


যে জন নিজের পকেট ভরে করবে তাকে ভয়,
দিন-দুনিয়ার যতো ক্ষতি বন্ধুর দ্বারাই হয়।  
দেখতে পাবে সুযোগ বুঝে আসবে ঘুরে ঘুরে,
অন্যায় করে সে মানুষটা আর চাবে না ফিরে।
পরের পয়সা খেয়ে খেয়ে পেটটা করবে মোটা,
দেখতে পাবে এমন বন্ধুর আপন হাতে লোটা।


নিজের স্বার্থে জল ঢেলে বন্ধুর কথাই ভাবে,
হৃদয় ছোঁয়া সব মমতা এমন বন্ধুই পাবে।
আমার বন্ধু আমার মতো আমার কথাই বলে,
বিপদ দেখে ভুল করে না এমন ভাবেই চলে।
মনের সাধ পূরণ করলে আমার কথা রাখো,
মনের মতো বন্ধু চাইলে আমার সাথে থাকো।