জ্যৈষ্ঠ মাসের খরতাপে আম পাকা শুরু,
পাকা আমের দাম দেখে বুকে দুরুদুরু।
          আম কেনার সাধ জাগে
          দাম শুনে শরম লাগে
যাঁর আছে গরম টাকা তাঁর ইচ্ছা পুরো ।


ক্রয়ক্ষমতা যাঁর আছে সেই খাবে বেশি,
বাজার থেকে কিনে নিয়ে খেয়ে হবে খুশি।
          হিমসাগর নেমে গেছে
          আম বাজার ছেয়ে আছে
ক্রয়ক্ষমতা কম যাঁর এই খবর বাসি ।


এই দেশে ফলের রাজা আম দেশি ফল,
কিনতে গিয়ে দামটাই ঘোলা করে জল ।
          কথা বলার শুরু থেকে
          দামাদামি চলছে দেখে
ঠায় দাঁড়িয়ে দেখা যায় কার কত বল ।


জ্যৈষ্ঠ মাসে পাকা আমের গন্ধ আসে নাকে,
হাটে গিয়ে কিনতে যায় যাঁর  ইচ্ছা থাকে ।
          আম দেখেই দাম করে
          দেখতে যায় ঘুরে ঘুরে
আম ব্যাপারী উচ্চস্বরে হাত নেড়ে ডাকে ।


নানা জাতের আম দেখি সারা দেশে হয়,
সব স্থানে উৎপাদন এক রকম নয় ।
          কোথাও এটা বেশি ফলে
          ক্রেতা আসে দলে দলে
ব্যাপারীরাই বেশি দামে কিনে নিয়ে যায় ।


আসছে দেখি বারি আম গবেষণার ফলে,
নতুন জাতে উঠছে দেখি উৎপাদনটা জ্বলে।
          উৎপাদন আরো বেড়ে
          জীবন চাকা ঘুরে ঘুরে
সহজলভ্য হয়ে যদি সবার ভাগ্য খুলে ।