মনে বড় ইচ্ছে হয়, আমি কবি হবো,
ইচ্ছেমতো কবি হয়ে তার মতো রবো।
         বাস্তবতা লিখে লিখে
         কবিতায় রঙ মেখে
লিখা দিয়ে পাঠককে কাছে টেনে নেবো।


কবি তার কবিতায় যতো কিছু লিখে,
দেখে দেখে কবিমন ঢের বেশি শিখে।
         মন দিয়ে লিখে চলে
         লিখে যেতে মন বলে
চোখ খুলে কবিমন দেখে চারিদিকে।


যতো তার জ্ঞান বুদ্ধি ব্যয় করে যায়,
জ্ঞান বুদ্ধি ব্যয় করে মনে সুখ পায়।
         লিখে লিখে ঘুম পায়
         কবিতারা এসে যায়
এটা দেখে ঘুম বাদে কবিতাকে চায়।


কবি যদি লিখে চলে কবিতারা দেখে,
কবিতার পাতা গুনে রাত জেগে থেকে।
         কবিমন পাতা গুনে
         রঙ জাগে কবিমনে
পাতা গুনে লিখে চলে মনে রঙ মেখে।


কবিতারা কথা বলে কবিমন শুনে,
কথাগুলো ধরে রাখে কবি তার গুণে।
         গুনগুন সুর উঠে
         কবি এর পিছু ছুটে
গুনগুন সুরে কবি তার স্বপ্ন বুনে।


যতো লাগে মনোযোগ সব আমি দেবো,
আমি যদি কবি হই কবিমন পাবো ।
         মধ্যরাতে ঘুম পায়
         কবিতারা চলে যায়
আমি যাবো পিছু পিছু, আমি কবি হবো।