আমি আছি সারাবছর, সারাজীবন থাকবো,
আমার নামের ফুলঝুরি মুখে মুখে রাখবো।
          তিতা মিঠা রূপ আমার
          ভালোবাসা পাই সবার
ভালোবাসার মায়া জালে রাতভর জাগবো ।


আমার চোখে ঘুম নাই তবুও ভালো থাকি,
আমাকে যে ভালোবাসে তাকেও ভালো রাখি।
          আমি শুধু দিয়েই যাই
          না দিয়েও তো উপায় নাই
সবাইকে দেয়ার পরেও অনেক থাকে বাকি ।


আমার আছে বহু গুণ শেষ হবার নয়,
নিজের গুণে করে যাচ্ছি এই ধরণী জয় ।
          আমার কোন ভয় নাই
          ভালোবাসি যাকে পাই
ভালোবাসা ছড়িয়ে দিলাম সারা বিশ্বময় ।


মৌ মৌ ফুলের সুবাস করি বিতরণ,
প্রাণ ভরে ভালোবাসা করি আহরণ।
          যেজন ডাকে সাড়া দেই
          ভালোবাসা তুলে নেই
আমজনতা খুশি হয়ে ধরে দুই চরণ ।


ঝিরিঝিরি বৃষ্টি এসে ভিজে আমার মন,
প্রেমের গান মিহি সুরে গাই সারাক্ষণ।
          প্রেম বিরহ সব থাকে
          শোনাই গান যাকে তাকে
সবাই দেখি এই গান করে সংরক্ষণ ।


ভালোবাসার সোহাগ দিয়ে যতই বলি যা-তা,
তবুও যেনো আদর করে সবাই ডাকে মিতা।
          ভয়ভীতি দেখাক যতোই
          ভয়ের পাত্র আমি নই
সুখ দুঃখে ছায়াটা দেই, আমি কবিতা।