আমলকীর দু'টি জাত বারি আর বাউ,
বারি বাউ যাই পাও মুখ ভরে খাও।
খেতে গিয়ে আমলকী টক স্বাদ পাবে,
টক হলেও ভিটামিনের অভাব মিটে যাবে।
এই ফলে ভরা থাকে ভিটামিন "সি",
ভিটামিন " সি" ছাড়াও আরও থাকে "বি" ।


লম্বা ডাল চিরল পাতায় গাছ থাকে ভরা,
ডালে ডালে ঝুলে থাকে আমলকী ছড়া।
গাঢ় সবুজ চিরল পাতায় ছেয়ে থাকে গাছ,
শাখা জুড়ে দেখা যায় টোনাটুনির নাচ।


রসালো এ সবুজ ফল গুটি গুটি ধরে,
কামড় দিলে টক স্বাদ খবর নিয়ে ছাড়ে।
হালকা সবুজ ফলে থাকে হজমযোগ্য আঁশ,
তাই তো সবাই শুকিয়ে রেখে খায় বারোমাস।
হরেক রকম ঔষধিগুণ আমলকীতে বেশি,
ত্রিফলার এক রত্ন ফল লাগায় সব চাষী।


আয়ুর্বেদ আর ইউনানিতে করে ব্যবহার,
ঘরে ঘরেই তৈরি করে চাটনি ও আচার।
ভিটামিন "সি" ছাড়াও ক্যালসিয়ামে ভরা,
বলকারক আমলকীতে সারে পেটের পীড়া।


টক স্বাদ ফলে ভরা আমিষ ও শর্করায়,
জন্ডিস কাশির হিতকর, বহুমুত্রও তাড়ায়।
অজীর্ণ, জ্বর দূর হয় আমলকীর গুণে,
এই ফলের গুণের কথা হাঁপানিও শুনে।
জলীয় অংশ, খাদ্যশক্তি আমলকীতে পাই,
কঠিন কাশি সেরে তুলতে এর তুলনা নাই।


আমলকীর যতো গুণ এর বিকল্প নাই,
সকল ফলের সার অংশ আমলকীতে পাই।
আমলকীর রসে করে মোলায়েম চুল,
এই ফলের যত্ন নিতে করবো না কেউ ভুল।