প্রাণ ভরা ভালোবাসা পাই নিরন্তর,
আছি যারা ভাই বন্ধু নেবো অবসর।
কাজ থেকে ছাড় পাবো
যার যার বাড়ি যাবো
ভাই বন্ধুর খোঁজ নেবো ফোনে পরস্পর।


ব্যবহারটা মন্দ হলে দুঃখ অনন্তর,
পাছে লোকে কথা বলে করে দিগম্বর।
থাকে যদি মনে ভয়
ভালো কাজে করে জয়
সুধীজনরা মন্দ কয়, বলা অবান্তর।


একে একে ভালো কাজ করি পরপর,
ভালো কাজে জনমনে থাকি জনমভর।
জাতি গোষ্ঠী এক হয়ে
সেবা দেই ক্রমান্বয়ে
কাজ করি দাতা হয়ে ছেড়ে মতান্তর।


সবকিছু ছেড়ে ছুড়ে যাবো ক'দিন পর,
কাজ ছেড়ে কেনো থাকো হয়ে দূরান্তর।
মানবতা কাজে থাক
বাদ রাখো হাঁকডাক
বদঅভ্যাস সরে যাক হয়ে স্থানান্তর।


উল্টাপাল্টা কাজ করলে বলে যাযাবর,
ঝাড়ু হাতে বলে থাকে ঝেটে দূর কর।
মরে গেলে লাশ ডাকে
আমলটা বেঁচে থাকে
সুসংহত আমল রেখে হবো লোকান্তর।