অল্প দিনের স্বল্প জীবন সুন্দর রাখো মন,
দেখা যাবে জীবন তোমার সুন্দর আজীবন।
যাই বলো বুঝে শুনে
কথা বলো হাতে গুনে
মনের মতো যাকেই পাও করে নাও আপন।


ঠিক করো চলন বলন মাধুর্য টা রাখো,
খারাপ কথা শুনতে পেলে ঝিম ধরে থাকো।
চুপ থেকে বুঝে নাও
ভালোটুকু খুঁজে যাও
যে যায় ফিরে ভেংচি মেরে কেনো তাকে ডাকো?


কথায় যদি ভেজাল থাকে এমন কথা ছাড়ো,
নিজের মনটা সাদা করে সামনে আগ বাড়ো।
দুষ্টু ভাব ছেড়েছুড়ে
সৎ পথে আসো ঘুরে
মনের আঁধার কেনো তবে পরের তরে ঝাড়ো?


ঘরের কথা পরের কানে না দেয়াটাই ভালো,
না বললে কেউ জানে না ভেতর কতো কালো।
কালোটাকে ঢেকে দাও
আলোটুকু খুঁজে নাও
কালো অংশে ঢাকনা দিলে দেখা যাবে আলো।


মুক্ত চিন্তা মাথায় নিয়েই সকল কাজ করো,
যাদের পাবে সাদা মনের তাদের হাত ধরো।
ধান্ধাবাজি গিলে ফেলো
আশেপাশে মিলে চলো
কাঁটার আঁচড় লাগে লাগুক মরতে হয় মরো।


এ দুনিয়ার সবাই যদি এমন করে ভাবে,
সরল পথেই তার লক্ষ্য সফল হয়ে যাবে।
জনগণ জেগে উঠে
সৎ পথে ছুটে ছুটে
হেসেখেলেই জীবন যাবে সুখের দেখা পাবে।