আমের বাগান জুড়ে মুকুলের টানে,
গাছ দেখে মন ভরে মৌ মৌ ঘ্রাণে।
ভনভন সুর তুলে মাছিদের গান,
কনের বেশেই আজ সাজলো বাগান।


রবি থেকে আভা পড়ে সারা গাছ মাখে,
মুকুলের ঘ্রাণ মনে সেই ছবি আঁকে।
গাছ ভরা পাতা নয় মুকুলেই শোভা,
বাহারি ফুলের নিচে পাতাগুলো ডোবা।


বসন্তের সুধাময় সুবাসের খনি,
ঘ্রাণ পেয়ে মনে উঠে মর্মর ধ্বনি।
প্রাণে আঁকা মুকুলের হলো আগমন,
বাংলার অধিকূলে দেখে জনগণ।


মুকুলের ঘ্রাণে ঘ্রাণে বসন্ত জাগে,
মন ভুলা বসন্ত ফাগুনের ভাগে।
আমের মুকুল দেখে মনে উঠে সুর,
ভাবনায় চেপে বসে বাসন্তী ঘোর।


ঝরা ফুল পড়া দেখে যেই তুলে নেবে,
ফুল দেখে ভুল হয় কান-দুল ভেবে।
ফাগুন হাওয়া এসে গাছে উঠে দোল,
ছড়া দেখে মনে হয় চামেলি বকুল।


সারা গাছে আলোছায়া মিটমিট করে,
ঘোর লাগা সুবাসেই প্রাণ সুধা ঝরে।
মৌ মৌ ঘ্রাণে ভরা এ-কূল ও-কূল,
বাসন্তী ঝড় তুললো আম্র মুকুল।