আশা নিয়ে বেঁচে আছে ভালোবাসা হবে,
আশা ঘিরে ভালোবাসা হয়ে যায় ভবে।
            মন দিয়ে মন পায়
            ভালোবাসা হয়ে যায়
স্থায়ী হলো ভালোবাসা আশা বিনে কবে?


যার যতো আশা আছে তার পাল্লা ভারী,
আশা করে যাই চায় পায় তাড়াতাড়ি।
            রাত গেলে চাঁদ যায়
            সূর্য থেকে আলো পায়
আশা নিয়ে বাসা বাঁধে হয় না ছাড়াছাড়ি।


কাক বসে আগ ডালে খড়ে বুনে বাসা,
ডিম দেবে বচ্চা হবে তার বহু আশা ।
            তার ঘরে পাড়ে ডিম
            বাচ্চা ফুটে টিমটিম
আশা থেকে কাক ছানা তার ভালোবাসা।


উড়ে এসে সাদা বক জলে নেমে পড়ে,
সাদা বক জলে নেমে ঠোঁটে মাছ ধরে।
            মাছ ধরে গিলে খায়
            গিলে খেয়ে উড়ে যায়
পেট ভরে মাছ খেয়ে আশা মিটে ফিরে।


কাদাজলে মাঠে নেমে চাষ করে চাষি,
গোলাভরা ধান পেয়ে তার মুখে হাসি।
            ধান থেকে চাল করে
            ভাত খেয়ে পেট ভরে
আশা নিয়ে চাষ করে চাষি হয় খুশি।


দিনভর সব কাজ আশা নিয়ে করো,
মন দিয়ে ভালোবেসে বইখাতা ধরো।
            আশা নিয়ে নড়েচড়ে
            ভালোভাবে কাজ করে
শক্ত হাতে সব আশা পুরো করে ছাড়ো।