আষাঢ় মাসে নামছে ঢল, বৃষ্টি ভেজা গা,
বৃষ্টির পানি মিষ্টি মধুর, জলে ভেজা পা ।
মুষলধারে নামছে বৃষ্টি, হাতের কাছে জল,
ধরবি যদি বৃষ্টির ফোঁটা, সামনে এগিয়ে চল।
পা গুটিয়ে থাকবি কেনো, রিমঝিম বৃষ্টির বেলা,
বৃষ্টি দেখে পড়ছে মনে,  শৈশবে বৃষ্টিতে খেলা ।


ঝুমঝুমাঝুম বৃষ্টির তালে, মানের দুয়ার খুলে,
যতই থাকুক মনে কষ্ট, সবই যাবি ভুলে ।
মনের মাঝে বাজে সুর, আকাশে মেঘের নৃত্য,
ধরবি যদি হাতের তালুয়, ফোঁটা ফোঁটা বৃত্ত ।


পাবি যখন বৃষ্টির দেখা, বৃষ্টি ভেজা মন,
ভেজা মন কাছে টানে, নিকট আপনজন ।
যখন পড়ে গায়ে বৃষ্টি, মনেও বৃষ্টি ঝরে,
আপনজনকে ভুলে তুই, থাকিস কেমন করে?
গাছের পাতায় বৃষ্টি ঝরে, দাঁড়াই বারান্দায়,
টিনের চালে বৃষ্টির সুর, বাইরে দৃষ্টি যায় ।


মেঘের উপর মেঘ জমেছে, মুখ ঢেকেছে অন্ধকারে,
মুষলধারে বৃষ্টি ঝরে, চোখের মণি ঝাপসা করে ।
বর্ষার দিনে বৃষ্টির পানি, লাগছে হাতে পায়ে,
দূর করে দাও সব কালিমা, কিছুটা নাও গায়ে ।